
রকি আহমেদ : শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা শিল্পকলা একাডেমী ও কীর্তিনাশা ক্লাবের সংগীত বিষয়ক প্রশিক্ষণ আমিরুল ইসলাম কাজল (৫০)আজ ১৫ ই জানুয়ারী ২০২০ঢাকা শেওড়াপাড়া মেরাদিয়া আত্মীয়র বাসায় সকালে হৃদযন্ত্র কিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
তার নিকটতম আত্মীয় নড়িয়া শিল্পকলা একাডেমীর সঙ্গীত পরিচালক হালিম আজাদ বলেন আমিরুল ইসলাম কাজল আমার বোনের জামাই। তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন, তার বাবা-মা কেউ নেই তিনি নড়িয়া একটি ভাড়া বাড়িতে আমাদের নিকটে থাকতেন। জানা যায় যে আমিরুল ইসলাম কাজল নড়িয়া শিল্পকলা একাডেমী ও কীর্তিনাশা ক্লাবের সংগীত বিষয়ক প্রশিক্ষক ছিলেন।
তিনি তবলায় ও উচ্চাঙ্গ সঙ্গীতে খুব পারদর্শী ছিলেন, নড়িয়ায় গুণী শিল্পীদের কোন কদর নেই তিনি প্রায়ই আক্ষেপ করে বলতেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী একটি কন্যা সন্তান রেখে যান। এক যুগেরও বেশি সময় নড়িয়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ছেলেমেয়েদের মধ্যে সঙ্গীত বিষয়ে তালিম দিয়েছেন।
পনেরই জানুয়ারী বুধবার বাদ মাগরিব নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে নড়িয়া শিল্পকলা একাডেমী চাকধ থিয়েটার ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেন।