অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ আগস্ট) বেলা ১১টায় জেলা শহরের বাইশমারা একাডেমিক ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশনও করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ডিন, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আলাউদ্দিনের সভাপতেত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামান রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।
এছাড়াও ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।