ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গুইমারায় মুক্তিযোদ্ধাকে হুমকির দায়ে আটক ৩

মেহেদী হাসান, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: গুইমারা থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত তিন আসামিকে আটক করেছে ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়পিলাক এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন বড়পিলাক এলাকার মৃত হোসেন মোল্লার ছেলে রবিউল ইসলাম ও ইদ্রিস আলী এবং ছিদ্দিক মিয়ার ছেলে হানিফ মিয়া। পুলিশ জানান,আটকৃতদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা রজব আলীকে হত্যার হুমকি, প্রতারনা সহ জালিয়তির অভিযোগে গুইমারা থানায় ইতিপূর্বে একটি মামলা হয়।
মামলায় আদালত তাদের আটক করার নির্দেশ দিলে গত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরন করেছে। গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুত কুমার বড়–য়া জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁদেরকে আটক করা হয়েছে ।তারা একজন মুক্তিযোদ্ধাকে হয়রানি সহ নানান ভাবে হুমকি প্রর্দশন করায় গত ২৪ জানুয়ারীতে একটি মামলা দায়ের করা হয়েছে ।আদালত তাদের আটক করার নির্দেশ দেয়।

error: Content is protected !!