
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুলে আনন্দ ও উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে এ পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সচিব মোঃ নজরুল ইসলাম।
ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের আহবায়ক মৃত্যুঞ্জয় বর্মনে সভাপতিত্বে ও লেখক মুজিব রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সচিব মোঃ নজরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি দীপ্তী ইসলাম, যুগ্ন-সচিব মোঃ আব্দুল হাদি, সাবেক যুগ্ন-সচিব কবি জামাল এ নাসের, কবি জাকিয়া এস আরা, ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. মুজিবুর রহমান তালুকদার, কুশুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল আলমসহ গাজী আব্দুল লতিফ, শাহনেওয়াজ খান সানু, গাজী মোঃ কাওছার, আব্দুল মোন্নাফ, সাইফুল ইসলাম টিপু, সান্দ্র মোহন্ত, ইকবাল হুসাইন বাবুল, ফারুক আহমেদ, শওকত মৃধা, শুভ্র সরকার, রেজাউল করিম রনি প্রমুখ।