জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও তার অন্যান্য সহযোগি সংগঠন সমূহের আয়োজনে
একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সামাজিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এরপর কেক কেটে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার- সোলেমান আলী। উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অালোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক ও ভালোবাসি সুন্দরগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি, রেজাউল আলম রেজা প্রমুখ।