ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়ি ,চট্টগ্রাম প্রতিনিধি :
ফটিকছড়িতে সিএনজি অটো রিকসা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে হাতের কব্জি উড়ে যাওয়া কলেজ শিক্ষার্থী পারভেজ মৃত্যুবরণ করেছে।

 

২৫ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।

 

নিহতের পারভেজের বাড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের জুজখোলা গ্রামে। সে ওই এলাকার জনৈক ইউসুফের ছেলে এবং নাজিরহাট কলেজের বিএনসিসি ক্যাডেট কোরের টীম লিডার।

 

উল্লেখ্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট পৌরসভার আজম রোড়ের মাথা এলাকায় সিএনজি অটো রিক্সার সাথে টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তানিয়া (৪০) নামে এক নারী নিহত হয়। একই দূর্ঘটনায় পারভেজের হাতের কব্জি শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে মুমুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হলে চমেক হাসপাতাণে প্রেরণ করে।


error: Content is protected !!