
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বৌদ্ধ ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব ফাল্গুনী পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শান্তি মঙ্গল কামনায় ৭২ঘন্টার অভিরাম পাটঠান পাঠ ও মহাসংঘ দানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
ফাল্গুলী পূর্ণুমা বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে খুব একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পূর্ণিমা। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারে ৪দিন ব্যাপী নানান অনুষ্ঠান মালার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। সকালে রয়েছে পঞ্চশীল অষ্টশীল গ্রহন, বুদ্ধপুজা, ফুলপুজা, বুদ্ধ মুর্তি দান, অষ্ট পরিস্কারদান, সংঘদান, মধুদান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান সহ নানাবিধ দান ও স্বধর্ম শ্রবণ।
এ দিনে বৌদ্ধ নর-নারীরা দেশ জাতি, বিশ্ব শান্তি তথা সকলের মঙ্গল জন্য প্রার্থনা ও কামনা করেন।