ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তবু তোমায় ভালোবাসি…….

তবু তোমায় ভালোবাসি…..
মোস্তাক আহমেদ মনির

তোমাকে নিয়ে গড়া স্বপ্ন গুলো এখন শুধুই স্মৃতি। সময়ের হাত ধরে চলে এসেছি আজ অনেকটা পথ, অনেক-দিন, অনেক-মাস, অনেক-বছর। তুমি এখন আমার কাছে শুধুই অতীত, কেবল ফেলে আসা কিছু স্মৃতি। তোমার কথা এখন আর তেমন একটা মনে পড়েনা। ক্ষয়ে যাওয়া সময়ের হাত ধরে-বদলে গেছে অনেক কিছু, তুমি বদলে গেছো, আর বদলে গেছি আমিও। তবুও তোমার সাথে কাটানো প্রতিটা মুহুত্ব আজও ভুলতে কষ্ট হয় আমার।

যেমন তোমার সাথে ট্রেনে সেই বহুদুর ভ্রমন, তোমার চোখের চাহনি, ভয় পেলে আমার হাতে তোমার হাত রাখাটা, ব্যস্ত নগরীর রাস্তায় বিশ্বাস করে ভরসা করে আমার হাতটি চেপে ধরা, তোমার মিষ্টি মায়াবি মুখ খানা, তোমার মিষ্টি মুখের মিষ্টি ঠোটের বাকানো সেই চিরচেনা ভালোবাসার হাসিটা, আমার বুকে তোমার মাথা রাখাটা, আমার হাত বুকে ধরে ঘুমানোটা, তোমার কি মনে পড়ে ? আমি যখন মাঝে মাঝে তোমার কুলে মাথা রেখে ঘুমিয়ে যেতাম গরমে ঘেমে যেতাম তখন তুমি তোমার হাত দিয়ে আমার মাথা বুলিয়ে দিতে, নিজের মুখ দিয়ে ফু দিয়ে আমার গরমটাকে নিবারন করার চেষ্টা করতে। আরও অনেক কিছুই আজও আছে ঠিক তেমনি। আমি এখনো আগের মতই আছি, কিছুই বদলায়নি আমার, আজও লড়ে চলেছি আমি জীবন যুদ্ধের ময়দানে। শুধু সময়ের বিবর্তনে বদলে গেছো তুমি।

তোমাকে নিয়ে দেখা আমার প্রতি রাতের সুদর স্বপ্ন গুলো আজও ঘুমের ঘোরে আমার সামনে ভেসে উঠে, আমি স্বপ্নেই অনুভব করি তোমার সেই চিরচেনা ছোয়া। স্মৃতি হাতরে দেখি, তোমার দেয়া কষ্টের ক্ষতগুলি, আমার জীবনে তোমার জন্য যে শ‚ন্যতার জায়গা করে দিয়ে ছিলো, সেগুলো আজ অনেকটাই ভরাট হয়ে গেছে। অবিরাম ঝরে পড়া হৃদয় ক্ষতবিক্ষত হওয়া রক্ত কণা গুলো শুকিয়ে রক্ত ক্ষরণের দাগগুলো, এখন আর নেই ! মিশে গেছে একে-বারেই। আমার জীবন আজ পযন্ত বিকালের সূর্যাস্তের মতো, শেষ স্মৃতির আলোটুকুও বিলীন হয়ে গেছে আজ খুব অল্প সময়ের ব্যবধানে। কত রাত নির্ঘুম কাটিয়েছি তোমায় ভেবে ! তোমার স্মৃতি গুলো কে ভেবে।

একাকীত্ব আর অপেক্ষায় কত সময় যে আমার কেটেছে , আজ আর তা মনেও পড়েনা। তোমার কথা মনে হলেই কেবল মনে পড়ে ! আমি জীবনের কাছে আর তোমার দেয়া দুঃখ কষ্টের কাছে আজও হার মানিনি, নিজেকে সাজিয়েছি নতুন ভাবে, নতুন রুপে। আজ আমি ভালো আছি। অনেক অনেক ভালো আছি। তোমাকে নিয়ে কাটানো সেই সময় গুলো, সেই ভালোবাসার অনূভুতি গুলো আজ আমার কাছে কেবলি নষ্ট হয়ে যাওয়া কিছু স্মৃতি। তবুও অপেক্ষায় আছি যদি কোন দিন তুমি ফিরে এসে আমার জীবনটাকে আবার নতুন করে রাঙ্গিয়ে দাও।

আমার ভালবাসার জন্য আমি স্বার্থপর হয়েছি, তবে ভেবোনা আমার স্বার্থের কারনে কোন ক্ষতি করবো তোমার । কিন্তু দু:খ একটাই আমার ভালবাসা তুমি কখনোই কোনদিনও বুঝোনি । তবুও কোন অভিযোগ নেই আমার তোমার প্রতি । যত দ‚রেই যাই না কেন । তোমাকে উর্দ্দেশ্য করে লেখা আমার এই মনের কথা গুলোতে কিছু বিচ্ছিন্ন প্রলাপ, মিথ্যা ভালবাসার অসংলগ্ন কথা ! এগুলো হৃদয়ে অনেক দিনের জমানো ভালোবাসার কিছু কথা ।

আর দির্ঘদিনের তোমাকে না পাওয়ার ব্যথা । যদি কখনো আমি নিজের অজান্তে বা অনিচ্ছাকৃত ভাবে তোমাকে আঘাত করে থাকি, যদি কখনো আমি তোমার চোখের জলের কারন হয়ে থাকি তবে ঘৃণা করে ক্ষমা করে দিও আমাকে । আজ খালি হাতে শ‚ন্য হয়ে বিদায় নিতে হচ্ছে আমাকে । এই পৃথিবীর মানুষ গুলো আর এই অভিসপ্ত জীবনটা বড়ই নির্দয়। আজ মনে পড়ে কি তোমার সেদিনের কথা ? যেদিন বাসে বসে তুমি আমাকে দিয়েছিলে তোমার হাতে লেখা ডায়রির ৫ পাতার একটি চিঠি । যদিও সেটা আমার প্রতি তোমার ভালোবাসার চিঠি ছিলোনা তবুও চিঠিটা তোমার ভালোবাসা ভেবে আজও আমার কাছে রক্ষিত ।

কোন এক জায়গায় দারিয়ে তুমি আমাকে দিয়েছিলে ১ হাজার টাকার একটি নোট। যা বিগত ৪ বছর ধরে আমার কাছে রক্ষিত। তুমি সেদিন চেয়েছিলে তোমার চিঠির উত্তর ? কিন্তু আমি সেদিন কোন উত্তর দেইনি তোমায় । চিঠিটা পড়ে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম তোমার মুখের দিকে । চিঠি পড়ার পড় সেদিন হাসি মুখে কথা বলেছিলাম তোমার সাথে । আজ আমার এই লেখাটাই তোমার দেয়া সেই দিনের চিঠির উত্তর ! যা কিছু বলার ছিলো বলে দিলাম এর ভিতরে । যখন তুমি এই লেখাটা পড়বে, তখন আমি তোমার থেকে অনেক দূর বহুদ‚রে। আর কখনো তোমার কাছে ভালোবাসা ফেরত চাইতে আসব না । কারন শত মানুষের ভিড়ে তোমাকে ভালোবেসে ছিলাম।

সেই কথা গুলোই আজ বলে দিলাম, আমার হৃদয়টাকে ছিঁড়ে । আমি জানি তোমার শহরের কোথাও আমি নেই । অথচ তুমি কি জানো আমার পুরো শহরটাতেই তোমার বাস ? তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর । আজ সময় জুড়ে শুধু শুন্যতা নীরবে ছুয়ে থাকে আমাকে । তুমি রাগ করলে তোমায় দেখতে কেমন লাগে সেটা আমি জানি । কপাল কুচকে হাতের উপর হাত দিয়ে বসে থাকো তুমি আমি তাও জানি । তাই তোমাকে আজও ভালোবাসি । জানি না তুমি আজও কি বুঝতে পারছো আমার ভালোবাসার গভিরতা ? আমি যে তোমাকে ভালোবেসেই চলেছি! বুঝতে পারছো তুমি ? আমি আজও তোমার অপেক্ষায় অনেক গুলো বছর পার করে দিয়েছি ।

আমার এই অভিশপ্ত জীবনটা যে কত কষ্টের সেটা হয়তো তোমাকে কোন দিনও বুঝাতে পারবো না । তুমি ছাড়া আমার জীবন কতটা অন্ধকার সেটাও হয়তো তোমাকে কখনো বুঝাতে পারবো না । আমার হাসির আড়ালে লুকিয়ে থাকা তোমায় না পাওয়ার কষ্ট গুলোও হয়তো তুমি দেখবে না কখনো । তারপরও আমি আজ খুব ভালো আছি, কেন জানো ? তোমায় ভালো থাকতে দেখে । তোমার মুখের হাসি দেখে । আমার জীবনে যদি কখনো কোনো সুখের দিন এসে যায় তার বিনিময়ে আমি তোমার থেকে অনেক দ‚রে চলে যাব । যেখানে আমাকে আর কেউ কখনো খুজে পাবে না এবং কি তুমিও না । যেখান থেকে আর কখনো হয়তো ফেরা যায় না । সেখানে চলে যেতে হয় নিথর দেহ ও একাকিত্তকে সঙ্গী করে ।

হয়তো বা সেদিনও তোমায় ভ‚লতে পারব না । তবে সেদিন তোমাকে আর দেখতে হবে না আমার এই কুৎসিত নষ্ট হয়ে যাওয়া চেহারাটাকে । তবে সেদিন তোমার কাছে আমার শেষ একটা অনুরোধ থাকবে । সেদিন তুমি মিথ্যা করে হলেও অন্তত একবার বলবে যে তুমি আমায় ভালোবাসো । ভয় পেওনা সেদিন আমার কিছু বলার ক্ষমতা থাকবে না । আমি পাথরের মত শুনে যাব তোমার সেই মধুর ধ্বনিটি । আর দূর থেকে দোয়া করবো তুমি ভালো থাকো, সুখে থাকো প্রিয় ““জান মনি””।

মোস্তাক আহমেদ মনির, কবি, সাংবাদিক, সরিষাবাড়ী, জামালপুর।


error: Content is protected !!