ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সমস্যায় জজরিত হরিণাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ডাক্তার ও কর্মচারী সংকটসহ নানাবিধ সমস্যায় জজরিত ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
৩০ জন ডাক্তারের মধ্যে মাত্র ৬ জন ডাক্তার দিয়ে চলছে প্রতিষ্ঠানটির চিকিৎসা সেবা। ফলে প্রতি নিয়তই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আজ থেকে ১৩ বছর আগে ২০০৫ সালের ১৭ মে সাধারণ মানুষের চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও আজও পরিপূর্ণ সুযোগ সুবিধার ছোয়া লাগেনি সেখানে।
স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৩০ জন ডাক্তারের পদ থাকলেও কর্মরত মাত্র ৬ জন চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার এই হাসপাতালটি। ১০ জন কনসালটেন্ট ডাক্তারের স্থলে কর্মরত মাত্র ১ জন। উপজেলার প্রায় ৪ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবায় মাত্র ৬ জন চিকিৎসক নিতান্তই অপ্রতুল। এছাড়াও হাসপাতালটির গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সহকারীর ২৯টি পদের বিপরীতে ২১ জন কর্মরত থাকলেও এর মধ্যে ৬ জন এস.আই.টি কোর্সে ঝিনাইদহে অধ্যয়নরত। ৫ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে কর্মরত আছে মাত্র ২ জন। ফলে প্রতিনিয়তই উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এছাড়াও হাসপাতালটিতে রয়েছে অবকাঠামোগত সমস্যা। হাসপাতালটির সীমানা প্রাচীর ভাঙ্গা চুড়া থাকায় অরক্ষিত হয়ে পড়েছে এর নিরাপত্তা ব্যবস্থা সামান্য বৃষ্টিতেই তলিযে যায় হাসপাতাল চত্ত্বর। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে এখানে সৃস্টি হয় জলাবদ্ধতা। এর পরও রয়েছে হাসপাতাল চত্ত্বরে সাধারণ মানুষের গরু ছাগল চরানো ও বখাটের উপদ্রব এসব সমস্যায় জর্জরিত হাসপাতালটি এখন চলছে খুড়িয়ে খুড়িয়ে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, আর.এম.ও সহ ৫ জন চিকিৎসকের দিন রাত নিরলস পরিশ্রমে সাধারণ মানুষের চিকিৎসা সেবা চললেও এ যেন নিতান্তই অপ্রতুল।
এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার জামিনুর রশিদ জানান, ডাক্তার সংকট সহ বিভিন্ন সমস্যার বিষয়ে বার বার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো ফল হয় না। মাঝে মাঝে কিছু চিকিৎসক দেওয়া হলেও কিছু দিন যেতে না যেতেই মফস্বল এলাকা হওয়ার কারণে তারাও তদবির করে বদলী হয়ে চলে যায় অন্যত্র।
উপজেলার ৪ লক্ষ সাধারণ মানুষের প্রাণের দাবী উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি নানাবিধ সমস্যা কাটিয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় ঘুরে দাড়াবে আবারও। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অবিলম্বে এসব সমস্যার সমাধান কল্পে সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবার মান বৃদ্ধির দাবী জানিয়েছে সাধারণ মানুষ।


error: Content is protected !!