ঢাকা, মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামপুরে বন্যা পরিস্থিতির অবনতি

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা-ব্রহ্মপুত্র নদনদের পানি বৃদ্ধি পেয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় বন্যার পানি ইসলামপুরে বাহাদুরাবাদঘাট পয়েন্টে ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় যমুনা তীরবর্তী সাপধরী, নোয়ারপাড়া, চিনাডুলী, বেলগাছা ও কুলকান্দি ইউনিয়নের নিম্না প্লাবিত হয়ে ফসলী জমি ও রাস্তাঘাটে পানি ঢুকতে শুরু করেছে।
যমুনার পানি বিপদসীমা অতিক্রম না করলেও পানির প্রচন্ড ¯্রােতে ডেবরাইপ্যাচ এলাকায় ব্রীজ ও রাস্তা ভেঙ্গে চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামের সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা তীরবর্তী অঞ্চলের মানুষদের মাঝে বন্যার কারণে চুরি ও ডাকাতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।


error: Content is protected !!