ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত

এম জামান রাজ, স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :  খাগড়াছড়ি জেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

সরজমিনে জানা যায়, খাগড়াছড়ি হতে মাইছছড়িগামী একটি মোটরসাইকেল বিপরীত দিক চট্রগ্রাম হতে খাগড়াছড়িগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মোঃ শামিম (২৫) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সে জেলার মহালছড়ি উপজেলার মাইচছড়ি গ্রামের আবেদ আলী সরদারের ছেলে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সদস্যগন ঘটনাস্থলে গিয়ে নিহত শামিমের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে নিহতের লাশ হাসপাতালে আছে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানা ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা তদন্ত করছি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ প্রক্রিয়াধীন।


error: Content is protected !!