ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

 রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি:
জেলার রামগড়ে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ-১/২০২২৩-২০২৪ মৌসুমে আউস ধান (উফশী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোধনা কর্মসূচীর আওতায় বিনামুল্যে স‍ার ও বীজ বিতরণ করা হয়েছে।

 

 

১০ এপ্রিল ২০২৩ সোমবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রাশেদ চৌধুরীর সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী উপস্থিত ছিলেন ।

 

 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষকের মাঝে এই প্রনোদনা বিতরণ করা হয়। বিতরণের মধ্য ছিলো, কৃষক প্রতি বীজ ৫ কেজি, জাত ব্রিধান ৪৮, রাসায়নিক সার ডিএমপি- ১০কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

 

সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ লুৎফুল করিম মজুমদার এর সঞ্চালনায় অন্যদের মধ্যে পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল হক সহ কৃষি অফিসের পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ ও উপকাভোগীগন  উপস্থিত ছিলেন ।


error: Content is protected !!