ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ ঘিরে নতুন পরিকল্পনা ভারতের

বছর শেষে ঘরের মাঠেই যেহেতু অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, ফলে স্বাভাবিকভাবেই প্রত্যাশার চাপ থাকবে ভারতীয় দলের উপরে। ২০১৩ সালের পর থেকে ভারত আর কোনও বৈশ্বিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও হয়নি। ফলে ১০ বছরের আইসিসি ট্রফি খরা কাটাতেও মরিয়া থাকবে ভারতীয় দল।এমন অবস্থায় দলের সাফল্যের বিষয়ে জোর দিচ্ছে বিসিসিআইও। সেই কথা মাথায় রেখেই ওয়ার্কিং গ্রুপ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

২৭ মে আমদাবাদে অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের স্পেশাল জেনারেল মিটিং। সেখানেই এই ওয়ানডে বিশ্বকাপের আয়োজন সবদিক থেকে তদারকি করতে গঠন করা হবে ওয়ার্কিং কমিটি। বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এর‌ মাঝেই যাতে কোন রকম কোন ত্রুটি না থাকে আয়োজনে সেই কারণেই এই ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

 

এর পাশাপাশি এই বৈঠকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল ডব্লুপিএল(মহিলা প্রিমিয়র লিগ) কমিটি গঠন। ডব্লুপিএলের অবকাঠামো উন্নয়ন এবং সাবসিডি কমিটির গঠন নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। যৌন হেনস্থাকারীদের বিরুদ্ধে যে আইন রয়েছে বিসিসিআইতে সেই আইনের পরিবর্তন আনা হবে। রাজ্য দলগুলোতে ফিজিও এবং প্রশিক্ষক নিয়োগে ও নতুন নীতির প্রনয়নের বিষয়ে আলোচনা হবে এই মিটিংয়ে।

ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এখন পর্যন্ত যা খবর রয়েছে তাতে করে ১৯৯৬ সালের মতন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এই বিশ্বকাপের আসর। ভারত বনাম পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচের আয়োজন করা হতে পারে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।


error: Content is protected !!