ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আরসিটির সভায় সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অভিনন্দিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি) আয়োজিত এক সভায় সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দিত করা হয়েছে। রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সঞ্চালনায় গত ২২ জুন বৃহস্পতিবার, সন্ধ্যায় রেডব্রিজের নিউবারি পার্কের অ্যাপল রিয়েল এস্টেটে আয়োজিত এক সভায় আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতি প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য যে, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সদস্য রেডব্রিজের বাসিন্দা আনোয়ারুজ্জামান চৌধুরী গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। আরসিটির সভায় বক্তারা আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বলেন, “সিলেট সিটির মানুষ একজন মেধাবী, সৎ ও যোগ্য ব্যক্তিকে তাদের মেয়র হিসেবে বেছে নিয়েছে। এ জন্য আমরা সিলেট মহানগরীর বাসিন্দাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভায় বক্তারা আরও বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য এবং সিলেটে সমান জনপ্রিয়, আমরা তাকে নিয়ে অত্যন্ত গর্বিত।” “তিনি তাঁর মেধা, নিষ্ঠা ও প্রজ্ঞা দিয়ে সিলেট মহানগরীকে বিশ্বের আধুনিক মহানগরীতে পরিণত করতে সক্ষম হবেন বলে আমরা গভীরভাবে আশাবাদী। সভায় বক্তৃতা করেন আফসার হোসেন এনাম, ওয়াজিদ হাসান সেলিম, মোহাম্মদ ফারুক উদ্দিন, মিছবাহ জামাল, ময়েন উদ্দিন আনসার, ডা. সৈয়দ মাশুক আহমেদ, জয়নুল চৌধুরী, মামুন রহমান, নিয়াজ চৌধুরী, আবু সোহেল, মইনুল ইসলাম, হুমায়ুন কবির, মাকসুদ আহমেদ, এনামুল হক প্রমুখ। আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানানোর জন্য আরসিটি আয়োজিত সভা শেষে সদস্যরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।


error: Content is protected !!