ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রামগড়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

রামগড় প্রতিনিধি :
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদে’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনোয়ার হোসেন।

 

 

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ২৪-৩০ জুলাই উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনোয়ার হোসেন।

 

মৎস্য সপ্তাহ উদযাপনে র্যালি, আলোচনা সভা ও স্থানীয় লেক ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান সহ প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়- প্রশিক্ষণ, প্রামান্যচিত্র প্রদর্শনী এবং উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এসময় উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


error: Content is protected !!