
ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী বলেছেন খালেদা জিয়া সুস্থ হলে মির্জা ফখরুল ও তারেক জিয়া যে পাগলামি করছে তা বন্ধ হয়ে যেত। মূলত খালেদা জিয়াকে নিয়ে বিএনপি রাজনীতি করছে। তারা চায়না খালেদা জিয়া সুস্থ হোক।
১৭ অক্টোবর ০২৩ মঙ্গলবার বিকালে ফটিকছড়ি উপজেলা পরিষদ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মাইজভান্ডারী আরো বলেন ‘বিএনপির সাথে সংলাপ হোক সেটা আমরাও চাই। তবে তাদের চার দফা মেনে নিয়ে নয়। বাস্তবতা হচ্ছে বিএনপি আসলেও নির্বাচন হবে, না আসলেও হবে। আগামী নির্বাচনে ফটিকছড়িতে কে নির্বাচন করবে সেটি মূখ্য নয়, জরুরী হচ্ছে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করা।
উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়বের সভাপতিত্বে এবং নির্বাহী অফিসার সাব্বির রহমান সানির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি ও নাজিরহাট পৌর মেয়র যথাক্রমে ইসমাইল হোসেন ও এ কে জাহেদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার এটিএম কামরুল ইসলাম সহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।