ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে জুয়া খেলার অভিযোগে দশ জুয়ারী আটক

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১০ ব্যক্তিকে আটক করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ তাসসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা গেছে, কেশবপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুরখালী বাজারে অভিযান চালিয়ে হাসানুজ্জামানের দোকানের ভেতর জুয়া খেলার সময় বড়েঙ্গা গ্রামের রিপন হোসেন (৩০), আলমগীর হোসেন (২৫), সিরাজুল ইসলাম (৩৭), আলমগীর হোসেন (৩০), জুয়েল রানা (২৮), মাগুরখালী গ্রামের নাজমুল হুদা (৩০), মফিজুর রহমান (২৮), ইউনুস আলী সরদার (৩০), কন্দর্পপুর গ্রামের ফারুক হোসেন (২৯), আব্দুর রউফকে (৪০) আটক করে ।

এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বি জানান, ঘটনাস্থল থেকে নগদ টাকা, তাস ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। হাসানুজ্জামানের নামেও মামলা হয়েছে। সে পালাতক রয়েছে।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন জানান, আইনের সংশ্লিষ্ট ধারার মামলায় আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


error: Content is protected !!