ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩য় ইউনিটে উৎপাদন শুরু

দিনাজপুর পার্বতীপুর উপজেলায় ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট দুই দিন বন্ধের পর নতুন করে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) রাত ১২টার দিকে তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু পর প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবারহ শুরু হয়েছে। এছাড়া কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুই নম্বর ইউনিটটি বন্ধ ও এক নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৭০-৮০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এ ইউনিট উৎপাদনে রাখতে প্রতিদিন কয়লার প্রয়োজন হচ্ছে ৯০০ থেকে ১০০০ টন।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, তৃতীয় ইউনিটের স্টিম পাইপ ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ ছিল প্রায় দুই দিন। গতকাল রোববার দিবাগত রাত থেকে চালু হয়েছে। এটিতে দৈনিক কয়লা লাগছে ৯০০ থেকে ১০০০ টন। এদিকে দুই নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে সেটি বন্ধ আছে। দুই নম্বর ইউনিট ওভারহোলিং বা সংস্কারকাজ চলছে। সেটিও দ্রুত চালু করা হবে।


error: Content is protected !!