ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

থানচিতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

থানচিতে অজ্ঞাত মরদেহ উদ্ধার
থানচিতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

থানচি ,বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে থানচি বলিপাড়া ইউনিয়নের সাংগু নদীর চড়ে তামাক ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

শনিবার ৬ মে দুপুরে সাংগু নদীর চড়ে পরিত্যক্ত তামাক ক্ষেতে একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা মুঠোফোনে থানচি থানা অভিহিত করা হলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হক নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষ দর্শীরা জানান, শনিবার বলিপাড়া বাজারে হাটের দিন ছিল। সেদিনের বিভিন্ন প্রান্ত থেকে বাজারগামী মানুষের দল সাংগু নদীর চড়ে পরিত্যক্ত তামাক ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তি মৃতদেহ দেখতে পান। উপস্থিত জনপ্রতিনিধিরা থানচি থানা পুলিশের খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমদাদুল হক বলেন , আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি।একটি অপ মৃত্যু মামলা প্রক্রিয়া মাধ্যমে ময়না তদন্তের জন্য বান্দরবানে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য বিস্তারিক্ত জানতে পারবো। কিন্তু এখনও পর্যন্ত নিহত ব্যক্তি পরিচয় পাওয়া যায়নি।

 


error: Content is protected !!