
আগামী মাস (জুন) থেকে ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তা বন্ধ করতে যাচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি। পর্যাপ্ত তহবিল না থাকায় দুই লাখের বেশি ফিলিস্তিনিকে খাদ্য সহায়তা দেওয়া বন্ধ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ফিলিস্তিনে নিযুক্ত ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর সামের আবদেলজাবের।
ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর জানান, তহবিলে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। সীমিত অর্থ ব্যবহার করতে গিয়ে সংস্থাটি এমন দুঃখজনক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জুন মাস থেকে দুই লাখের বেশি ফিলিস্তিনিকে খাদ্য সহায়তা বন্ধ করে দেওয়া হবে। যা ডব্লিউএফপির পক্ষ থেকে সহায়তা পাওয়া ফিলিস্তিনিদের ৬০ শতাংশ।
সামের আবদেলজাবের আরও জানান, সংস্থাটির এ পদক্ষেপে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন গাজা ও পশ্চিম তীরের বসবাস করা ফিলিস্তিনিরা।