ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে রকেট হামলায় এএফপির সাংবাদিক নিহত

ইউক্রেনে রকেট হামলায় বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে অবস্থিত চ্যাসিভ ইয়ারে রকেট হামলায় তার মৃত্যু হয়।

নিহত সাংবাদিকের নাম আরমান সোলদিন। তিনি ইউক্রেনে এএফপির ভিডিও সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এএফপির একটি দল ইউক্রেনের সেনাদের সাথে ছিল। ওই সময় তাদের ওপর রকেট হামলা হয়। এতে আরমান সোলদিনের মৃত্যু হয়। তবে এএফপির অন্য সদস্যরা অক্ষত আছেন।

এএফপির চেয়ারম্যান ফ্রাব্রিস ফ্রাইস বলেছেন, সোলদিনের মৃত্যুতে আমরা সম্পূর্ণ বিধ্বস্ত। তার মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, প্রতিদিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউক্রেনে সাংবাদিকেরা কী পরিমাণ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।

এক টুইট বার্তায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ সোলদিনের মৃত্যুতে শোক প্রকাশ করে তার সাহসিকতার প্রশংসা করেছেন।


error: Content is protected !!