ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রিকশাচালককে মারধর: নারী আইনজীবীকে কারণ দর্শানোর নির্দেশ

যশোরে প্রকাশ্যে এক রিকশাচালককে মারধরকারী নারী আইনজীবীকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে জেলা আইনজীবী সমিতি। এছাড়া আইনজীবী সমিতির আশ্বাসের ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে রিকশাচালকেরা।

গত রোববার দুপুরে যশোর আদালতের সামনের রাস্তায় ওই রিকশাচালককে মারধর করেন আইনজীবী আরতি রাণী ঘোষ। এই ভিডিও পরদিন সোমবার ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, আরতী রাণী রিকশাচালকের কাছে লাইসেন্স চেয়ে প্রকাশ্যে ওই রিকশাচালককে মারধর করছেন। এ সময় ওই রিকশাচালক ক্ষমা চাইলেও আরতি তাকে মারধর করতেই থাকেন। পরে পথচারীরা এগিয়ে এসে ওই রিকশাচালককে উদ্ধার করেন। পরদিন চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মর্তুজা বলেন, বিষয়টি দুঃখজনক। সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত আইনজীবী আরতী রাণীকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।


error: Content is protected !!