
ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল আজ। নির্বাচন কমিশন দুই দিনে ৬১টি মনোনয়নপত্র বিক্রি করেছে। সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানার নেতৃত্বাধীন প্যানেল একসঙ্গে ২৩টি ফরম সংগ্রহ করেছিল গতকাল। এরপর বিচ্ছিন্নভাবে আরও কয়েকটি ফরম সংগ্রহ করেন তারা। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ৩০টি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় চমক হিসেবে আবির্ভূত হন ফুটবলের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। বর্তমানে দেশের এই বিশিষ্ট সংগঠক ও পৃষ্ঠপোষককে নিজেদের প্যানেলে চাইছে দুই পক্ষই। ইমরুল হাসানের নামে তিনটি ফরম উত্তোলন করা হয়েছে। দুই পক্ষই তাকে সহ-সভাপতি করে প্যানেলে রাখার পরিকল্পনা করেছে।
জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ তাকে কাউন্সিলর করলেও নির্বাচন নিয়ে ইমরুল হাসানের ব্যক্তিগতভাবে নির্বাচনের ব্যাপারে তার তেমন আগ্রহ নেই। বসুন্ধরা গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েও, তিনি সশরীরে ফেডারেশনে সেভাবে আসতে পারেন না। সেখানে ব্যাডমিন্টনে সময় দেওয়া তার জন্য আরও দুরূহ।
ইমরুল হাসানের মতো ফুটবলের আরেকজন ফুটবল কর্মকর্তা মাহিউদ্দিন আহমেদ সেলিমকে নিয়েও দু’পক্ষের মধ্যে টানাহেচড়া চলছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন বাফুফের নির্বাহী সদস্য হিসেবেই ক্রীড়াঙ্গনে পরিচিত। মাহা স্পোর্টিং নামে প্রথম বিভাগ লিগে তার ব্যাডমিন্টন ক্লাবও রয়েছে। সেই ক্লাব থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের কাউন্সিলর হয়েছেন তিনি। সেলিমের জন্য জোবায়েদুর রহমান রানা ও ফোরাম দু’পক্ষই ফরম তুলেছেন।
ইমরুল হাসানের পর সর্বোচ্চ তিনটি ফরম উঠেছে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ মরিয়ম তারেকের নামে। মহিলা ক্রীড়া সংস্থার এই প্রতিনিধির নামেও তিনটি ফরম বিক্রি হয়েছে। দুটি করে ফরম উত্তোলন করেছেন সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী জোবায়েদুর রহমান রানা, আমির হোসেন বাহার ও আলমগীর হোসেন। অন্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন কয়েকজনও একাধিক ফরম উত্তোলন করেছেন।
ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন ক্লাব-সংস্থা বনাম জেলা-বিভাগে পরিণত হয়েছে। জোবায়েদুর রহমান রানারা চেষ্টা করছেন জেলা-বিভাগের কাউন্সিলরদের টানার জন্য, অন্যদিকে ফোরাম থেকে ক্লাব ও এনএসসির কাউন্সিলরদের তাদের দিকে ভেড়ানোর চেষ্টা চলছে। ফলে সাধারণ কাউন্সিলররা পড়ছেন টানাটানির মধ্যে। কেউ এক পক্ষ থেকে আরেক পক্ষে দলবদল করছেন, আবার কেউ দুই পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে নিজেদের জেতার সম্ভাবনাও পরখ করে দেখছেন।
আগামী সোমবার (১৫ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। কোন পদে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেদিনই জানা যাবে। এবার মনোনয়নপত্রে জাতীয় ক্রীড়া পরিষদ শিক্ষাগত যোগ্যতাসহ আরও কিছু তথ্যাদি যোগ করেছে। দ্রব্যমূল্যের নানা উর্ধ্বগতির সঙ্গে মনোনয়নপত্রের দাম দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।