ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নৌকা বিজয়ী হলে নগরবাসীর সম্মান ফিরিয়ে দেওয়া হবে

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রোববার (১৪ মে) দুপুরে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র জমা দিতে প্রার্থী না গেলেও তার নির্বাচনী পরিচালনা কমিটি তা জমা দেয়।

রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, মেয়র পদে এখন পর্যন্ত ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আবুল খায়ের আব্দুল্লাহসহ তিনজন জমা দিয়েছেন। সুন্দর ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশিন কাজ করছে।

 

আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন জমা দিতে যান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, অ্যাডভোকেট কেবিএস আহম্মেদ কবির ও অ্যাডভোকেট লস্কর নূরুল হক।

অ্যাডভোকেট আফজালুল করীম বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছি। রিটার্নিং কর্মকর্তা আমাদের আচারণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আমরা নির্বাচনের সকল আচারণবিধি মেনে কাজ করব।

তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একজন সৎ ও ভালো মানুষ। বরিশাল নগরীতে আনেকগুলো সমস্যা  রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা হলো হোল্ডিং ট্যাক্স। তিনি নির্বাচিত হলে বাসাবাড়ির মালিকদের ঘাড়ের করের খড়গ কমানো হবে। পাশাপাশি নগরবাসীর যথাযথ সম্মান ফিরিয়ে দেওয়া হবে।

এর আগে আচরণবিধি মেনে চলতে নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়া পর্যন্ত সকল প্রচার-প্রচারণা স্থগিত করার আহ্বান জানিয়েছেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

তফসিল অনুযায়ী, ১৬ মে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন। যাচাই-বাছাই ১৮ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে। ভোটগ্রহণ হবে ১২ জুন।


error: Content is protected !!