ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন

চাল,ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও দেশের সম্পদ লুটপাটকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ।

সোমবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

 

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান বলেন, গোটা বাজারকে সরকার সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে। সরকারের কেউ তা নিয়ন্ত্রণ করতে পারে না। বাজারে গিয়ে মানুষ মাছ-মুরগি কিনতে পারে না। লুটপাটের ফলে দেশ দেউলিয়ার পথে এগিয়ে যাচ্ছে। সময় এসেছে অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সরকারকে বলতে চাই, সিন্ডিকেটে ক্ষমতা প্রত্যাহার করে বাজার নিয়ন্ত্রণ করুন, জীবনধারণ সহজ করুন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু গৌতম শীল, জাসদ মহানগর দক্ষিণের সভাপতি আবদুস সালাম খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,মহিউদ্দিন,ইসমাইল হোসেন প্রমুখ।


error: Content is protected !!