
ইলন মাস্কের অনুমোদন ছাড়া কেউই তার প্রতিষ্ঠান টেসলা ইনকরপোরেশনে যোগ দিতে পারবে না। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
টেসলার নির্বাহীদের কাছে পাঠানো এ সংক্রান্ত একটি মেইল রয়টার্সের হাতে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ইলন মাস্ক টেসলার নির্বাহীদের কাছে মেইল পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তার ব্যক্তিগত অনুমোদন ছাড়া কোনো কর্মীই টেসলায় নিয়োগ পাবে না।
তিনি নির্বাহীদের সতর্ক করে বলেছেন, কোনো কর্মীকে তার কাছে নিয়োগের সুপারিশের আগে যেন ভালো ভাবে পরীক্ষা করা হয়। তার অনুমোদনের মেইল পাওয়ার পরই যেন ওই কর্মীকে নিয়োগ করা হয়।
মাস্ক ওই মেইলে আরও বলেছেন, এমনকি কোনো চুক্তিভিত্তিক কর্মীকেও তার ব্যক্তিগত অনুমোদন ছাড়া নিয়োগ করা যাবে না।
তবে এই মেইলের ব্যাপারে রয়টার্স টেসলার সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গাড়ির দাম কমানোয় গত মাসে টেসলার ত্রৈমাসিক মুনাফা কমে যায়। গত দুই বছরের মধ্যে যা ছিল সবচেয়ে কম মুনাফা।