
হকি অঙ্গনে পরিচিত নাম ঢাকা ইয়াংস্টার। ক্লাবের হকির ইতিহাস বেশ পুরনো। আগে প্রথম বিভাগ খেললেও দীর্ঘদিন দ্বিতীয় বিভাগেই খেলেছে ক্লাবটি। এবার দ্বিতীয় বিভাগ লিগে চ্যাম্পিয়ন হয়ে ৩২ বছর পর প্রথম বিভাগে উঠেছে ইয়াংস্টার।
ইয়াংস্টার ক্লাবের প্রেসিডেন্ট মোস্তাক হোসেন মনা বলেন, ‘আমরা এই দিনটির জন্য চাতকের মতো অপেক্ষায় ছিলাম। দীর্ঘ ৩২ বছর পর আমাদের দল প্রথম বিভাগে উঠেছে। গেল দুই আসরে আমরা অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি। সবার চেষ্টায় বিশেষ করে আমার কোচ, অফিসিয়াল, খেলোয়াড়দের পরিশ্রমে এই ফল পেয়েছি। প্রথম বিভাগে উঠেছি। সেখানেও আমরা ভালো দল গড়ে প্রতিযোগিতায় নামব।’
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে শিরোপা জেতার জন্য মাত্র ১ পয়েন্ট দরকার ছিল। আজ বুধবার বর্ণক সমাজকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইয়াংস্টার। লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ-উৎসব করে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে।
এবার লিগে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে ইয়াংস্টার। সাবিত, রাসু, নৈঋত, সামিররা লিগের শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন। রাসু, সাবিতরা আবার বেশ কয়েকটি ম্যাচে হ্যাটট্রিকও করেছেন। এমনকি আজ লিগ শিরোপা নির্ধারণ ম্যাচেও হ্যাটট্রিক করেছেন আরমানিটোলা স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী ওস্তাদ ফজলুর আবিস্কার সাবিত। লিগে সর্বোচ্চ ১২টি গোলও করেছেন এই ফরোয়ার্ড।
শিরোপা জেতার পর সাবিত বলেন, ‘আমার খুব ভালো লাগছে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। টুর্নামেন্টে আমি ভালো করেছি। অনেকগুলো গোল করেছি। আজও আমার হ্যাটট্রিকে দল জিতেছে। আমার সাফল্যের পেছনে আমার বাবা, মা, ইয়াংস্টারের কোচ, ওস্তাদ ফজলু যার মাধ্যমে আমার হকিতে আসা সবার অবদান রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’