ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মহাসড়কে অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশের মতবিনিময়

কুমিল্লা প্রতিনিধি:
দেশের সকল মহাসড়কে অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশকে আরও দায়িত্বশীল হয়ে সর্বোচ্চ সততা, নিষ্ঠা এবং পেশা দারীত্বের সাথে কাজ করতে হবে। যাত্রী ও চালক যেন হয়রানির শিকার না হয় সেদিকে হাইওয়ে পুলিশকে খেয়াল রাখতে হবে। দেশের মহাসড়ক গুলোতে চাঁদাবাজি বন্ধে এবং সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ’কে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।

 

 

বুধবার (২৪ মে) দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইওয়ে পূর্ব বিভাগের ডিআইজি মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিঃ ডিআইজি ফরিদা ইয়াসমিন, অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ, সার্কেল এএসপি রাজিউর রহমান, কুমিল্লা রিজিয়নের ২২ টি হাইওয়ে থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ প্রায় দুই শতাধিক বিভিন্ন র‍্যাংকের পুলিশ সদস্যগণ।

 

কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি এর সকল নির্দেশনা পালনে কুমিল্লা রিজিয়ন সর্বদা সচেষ্ট থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।


error: Content is protected !!