ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত সরকারের অর্থায়নে কাশিনগর ডিগ্রি কলেজের নব নির্মিত অনার্স ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার , চৌদ্দগ্রাম :
ভারত সরকারের অর্থায়নে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রি কলেজের নবনির্মিত অনার্স ভবন উদ্বোধন করা হয়েছে।

 

০২ অক্টোবর ১২০২৩ সোমবার বিকেলে কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন ।

 

 

কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম, দৈনিক কাল বেলার সম্পাদক সন্তোষ সর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য , সম্পূর্ণ ভারতীয় অর্থায়নে ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভবন নির্মাণ করা হয়। ২০১৮ সালের ২৮ অক্টোবর তৎকালীন ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।


error: Content is protected !!