ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল-৩ আসনে নৌকার প্রার্থী হতে চান অ্যাডভোকেট সাফায়েত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. সাফায়াত হোসেন সজিব। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য। নির্বাচনকে সামনে রেখে আরও আগে থেকে রেখে তিনি এলাকা চষে বেড়াচ্ছেন।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। প্রধানমন্ত্রীর উন্নয়ন-অগ্রযাত্রার অংশীদার হতেই তিনি নৌকা প্রতীকের প্রার্থী হতে চান। তার প্রত্যাশা দল তাকে মনোনয়ন দিলে তিনি বরিশাল-৩ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবেন।

এ বিষয়ে অ্যাডভোকেট মো. সাফায়াত হোসেন সজিব  বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন চেয়েছিলাম, তখন পাইনি। তারপর থেকে আমি মাঠে আছি। বিগত ৫ বছর জনগণের পাশে ছিলাম। সুখে দুঃখে, বিপদে-আপদে এখনও এলাকার মানুষের পাশে আছি। করোনাকালীন মুলাদী-বাবুগঞ্জের মানুষ যথাসাধ্য সাহায্য সহযোগিতা করেছি। প্রতিটি গ্রাম ঘুরেছি। অর্থের অভাবে যারা পড়তে পারছে না, স্কুলে ভর্তি হতে পারছে না, এরকম বহু পরিবারকে প্রতিনিয়ত সাহায্য করে আসছি। এসব বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে এটাই প্রত্যাশা। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী যদি ওই আসনে আমাকে প্রার্থী হিসেবে বিবেচনা করেন তাহলে আমি বরিশাল-৩ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারব।

dhakapost

নিজেকে বঙ্গববন্ধুর আদর্শের সৈনিক উল্লেখ করে অ্যাডভোকেট সাফায়াত হোসেন সজিব বলেন, ছাত্র জীবন থেকে ঢাকা কলেজে ছাত্র লীগের রাজনীতি করেছি। আইন পড়াকালীন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলাম। ২০১৩-১৪ সালের ঢাকা আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য ছিলাম। বর্তমানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আওয়ামী আইনজীবী পরিষদেরও সদস্য আমি। প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিলাম। এখনও আছি। আগামীতে অবহেলিত বাবুগঞ্জ-মুলাদী এলাকাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।


error: Content is protected !!