ঢাকা, মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দীঘিনালায় বন্ধ হওয়া মসজিদ নির্মাণ কাজ পুনরায় চালু করতে মানব বন্ধন

ষ্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির দীঘিনালায় মিথ্যা, অপপ্রচার ও অপবাদ দিয়ে বন্ধ হওয়া মসজিদ নির্মাণ কাজ পুনরায় চালু করতে মানব বন্ধন করেছে স্থানীয় মুসল্লীগন ও এলাকাবাসী।

 

 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মধ্য বেতছড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকা বাসীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় প্রবীণ মুসল্লী আবুল আসাদ ইবরাহিম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আশরাফুল ইসলাম, স্থানীয় মুসল্লী মো. আবদুর রব বাবু ও মো. সেলিম প্রমূখ।

মানববন্ধনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. জহিরুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাঁচিলের লক্ষ্যে মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালিয়ে নির্মাণ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে মসজিদ নির্মাণ কাজ বন্ধ করে রেখেছে। সেই সাথে সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চালাচ্ছে।

 

 

এ সময় বক্তারা পুনরায় মসজিদটির নির্মাণ কাজ চালু করতে প্রধানমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সহ নির্মাণ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


error: Content is protected !!