ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎই দমকা বাতাস, বৃষ্টি – অভ্র ওয়াসিম

পৌরাণিক রাজকন্যা অতৃপ্ত

অনুভব

গভীর নিঃশ্বাসের শব্দ

শোনে না সে

আমি সাজি হৃদয়ে নূপুরের

নিক্কন

শোনো, অভিমান রাখো

ভালোবাস দুরন্ত!

ঠোঁটের শিহরণে ভর করে

আছে মধু

টনটন মাতাল হাওয়া

ছিঁড়ছে –

আমার চুলের ঘ্রাণ অসহ্য

দহন

আমি অধীর বুঝি তোমার

আকর্ষণ।

হঠাৎই দমকা বাতাস, বৃষ্টি

ভেজছে জমিন ভিজছে

শরীর

মাটির সোঁদা গন্ধ ব্যাঙের

ডাক

আরো বৃষ্টির ফোটা দুলছে

কাঁঠালচাঁপা।


error: Content is protected !!