
মো. আতিক ইসলাম, শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড় নামক স্থানে বেপরোয়া দ্রুতগামী ট্রাক চাপায় ৫টি গরু নিহত ও ১৬টি গরু গুরুত্বর আহত হয়েছে। নিহত ও আহত গরুগুলো উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামের সেরাজুল হকের ছেলে মাইনুল হক ও একই এলাকার বাহুল গ্রামের আবদুল মালেকের।
প্রত্যক্ষদর্শী ও গরুর মালিক মাইনুল জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সোনামসজিদগামী একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৯২৮৭) দ্রুতবেগে সোনামসজিদ অভিমুখে যাবার সময় বুধবার ভোর ৫টার দিকে পাইলিং মোড় নামক স্থানে পৌঁছলে ট্রাকটি গরুর পালের উপর উঠে গেলে ঘটনাস্থলেই ৫টি গরু মারা যায় এবং ১৬টি গরু গুরুত্বর আহত হয়।
এসময় স্থানীয়দের সহায়তায় গরুর পালে ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। গরুর মালিক আরও জানায়, গরুগুলো বরেন্দ্্র এলাকায় মাঠে ঘাস খাওয়ানো শেষে ফেরার পথে ট্রাকটি বেপরয়া গতিতে চলার জন্য এ দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।