সত্যিই ঘুম আসে না
হৃদয়ে শরীরের গুনগুন
কত নিঃস্ব আমি!
তুমি বুঝলে না প্রিয়তম
ত্বকের নিচে রক্তের জাল
ফিনকি ফিনকি দিয়ে ওঠে।
মজা পাও খুনের গুঙানি শুনে
পাষাণ তুমি ভেঙ্গে পড়া দেখো
উল্লাস করো চাঁদের কলঙ্ক
যৌবন হঠাৎ কাল বৈশাখী।
পবিত্রতার ছোঁয়ায় আটকে আছি
ভালোবাসি নিদারুণ কষ্ট সয়ে
এই সকাল কত স্বপ্ন বিভোর
তুমি আসবে নবীন ঢঙে
দেখবে সমর্পণ করেছে প্রিয়তমা
ঘামের মুক্তবিন্দু দিয়ে উপহার।