ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘গ্রেট ম্যানেজার সার্টিফিকেশন’ পেলেন শাওমির জিয়াউদ্দিন চৌধুরী

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরীকে দক্ষ নেতৃত্ব এবং সামগ্রিক ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য গ্রেট ম্যানেজার সার্টিফিকেশন প্রদান করেছে গ্রেট ম্যানেজার ইনস্টিটিউট (জিএমআই)।

বিশ্বব্যাপী গ্রেট ম্যানেজারদের কঠোর প্রশিক্ষণ এবং পরীক্ষা পরিচালনা করে জিএমআই সার্টিফিকেশন প্রদান করে থাকে। এটি সত্যিই বৈশ্বিক মানদণ্ডে বাংলাদেশের কর্পোরেট নেতৃত্বের কৃতিত্বের স্বীকৃতি।

জিএমআই সার্টিফিকেশনে বলেছে, জিয়াউদ্দিন চৌধুরী জুলাই ২০১৮ সাল থেকে শাওমি বাংলাদেশের ব্যবসার সবচেয়ে পরিশ্রমী ফ্ল্যাগব্রেয়ারদের একজন। তিনি শুধু অসামান্য নেতাই নন বরং তিনি শাওমি বাংলাদেশের ব্যবসাকে একটি দুর্দান্ত  মাইল ফলকে নিয়েছেন।

‌‘সীমিত জনবল নিয়ে যাত্রা শুরু করে এখন ৩০০০ এর অধিক তরুণ ও উদ্যোমী কর্মী আমাদের সাথে কাজ করছে এবং ২০২১ সালের ২১ অক্টোবর বাংলাদেশে স্মার্টফোন কারখানা স্থাপনের মাধ্যমে দেশে উৎপাদিত শাওমি স্মার্টফোনের যাত্রা শুরু হয়। এই বিশাল উদ্যোগের অর্থায়ন করা হয় সরাসরি বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে। এছাড়া বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট এর মতে, শাওমি বাংলাদেশে ২০২২ সালে ১৮% মার্কেট শেয়ার নিয়ে প্রথমবারের মত এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে’ – বলেন জিয়াউদ্দিন চৌধুরী।

দেশের মোবাইল ডিভাইস শিল্পে জিয়াউদ্দিন চৌধুরীর বৈচিত্র্যময় জ্ঞান এবং দক্ষতা রয়েছে। স্যামসাং, হুয়াওয়ে এবং নকিয়ার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডে তিনি কাজ করেছেন।


error: Content is protected !!