ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নাজিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি :
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

 

৬ মে ২০২৩ শনিবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটি.এম কামরুল ইসলাম।

 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম নাজিরহাট বাজারে বিস্ফোরক লাইসেন্স বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি ও ওষুধের ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স চেক করেন।

 

এ সময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকা,বাজারে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোসহ মোট৬ টি মামলায় ৯ হাজার ৫০০ টাকা জরিমান আদায় করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি লাইসেন্স বিহীন ঔষুধের ফার্মেসী ও গ্যাস সিলিন্ডার দোকানীকে সতর্ক করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ফটিকছড়ি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল সহযোগীতা করেন।


error: Content is protected !!