ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এসো হে তরুণ – আভ্র ওয়াসিম

আহ্ হা পুড়ে যাচ্ছে
মাটির শরীর নিসর্গ অসহায়
আকাশে ভীষণ শূন্যতা‌
সূর্যের কিরণ জাহান্নামের দহন
তুমি বসে আছো উদাস নয়ন
ভালোবাসা চাও পুড়ে যায় মন
একটু ছায়া বায়ু বয় যখন
জুড়ায় না হৃদয় ভাবী অনুক্ষণ
এই ধরণী হারিয়েছে কি প্রাণ?
না বন্ধু, আমরা ছুড়েছি মরণ বাণ
স্রষ্টার দয়া ভূলে করেছি অকল্যাণ
আজ নদী মরেছে বিজন
খালবিল শুকিয়ে প্রকৃতি ধুসর ম্লান।
তুমি দুঃখ করো না –
শুনো না দুষ্টের বয়ান
এসো, গাছের চারা করি বপন
সভ্যতার কালো ধূয়া যাবে উড়ে
ফিরবে নদীর স্রোত
পলি যাবে সাগরে
এ তাপদহন থাকবে না
এসো হে তরুণ,
কর দৃঢ় পণ বাঁচাবে ধরিত্রী
স্রষ্টার করুণায় হবেই হবে কল্যাণ।

error: Content is protected !!