
শরীয়তপুর প্রতিনিধি: বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় শরীয়তপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন,
পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক মো. আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, খেলোয়ারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।