
প্রথমবার আইপিএলের নিলামে নাম দিয়েই দল পেয়ে গেছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। শচীনের ছেলে বলেই তার দিকে নজর ছিল সবার। নিলামে সবগুলো দল নিজেদের স্কোয়াড গুছিয়ে নেওয়ার পর একেবারে শেষে অর্জুনকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
এরপর থেকেই অর্জুনকে নিয়ে শুরু হয়ে গেছে পুরনো সমালোচনা। প্রশ্ন উঠতে শুরু করেছে যে, শচীনপুত্র বলেই কি অর্জুন টেন্ডুলকারকে কিনল মুম্বাই? আরও অনেক ক্রিকেটারও তো ছিল। তাছাড়া শচীনপুত্র তেমন কোনো পারফর্মেন্সও দেখাননি। তীব্র সমালোচনার মুখে মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে বলেছেন, যোগত্যার বিচারেই নেওয়া হয়েছে অর্জুনকে। তারপরেও কি সমালোচনা থামে?
সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনার মাঝেই দিদি সারা টেন্ডুলকারের কাছ থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার মতো বার্তা পেলেন অর্জুন। সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত স্ট্যাটাসে সারা তার ছোট ভাইকে উদ্দীপ্ত করেন। ইনস্টাগ্রাম স্টোরিতে সারা লেখেন, ‘এই অর্জন তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এটা শুধু তোমার।’ নিশ্চয়ই এবার একটু হলেও মন ভালো হবে অর্জুনের।