
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেশনা ও নির্দেশনা দপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে মানসিক স্বাস্থ্য সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অডিটোরিয়ামে হলের প্রভোস্টের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেশনা ও নির্দেশনা দপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক যৌথভাবে আয়োজিত মানসিক স্বাস্থ্য সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মো. আবু কাওসার। হলের ছাত্রদের সামনে মানসিক স্বাস্থ্য ও কল্যাণের ধারণা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেশনা ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হক। সমাপনী বক্তব্য রাখেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুর রহিম।
কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, সহযোগী অধ্যাপক মো. সেলিম হোসেন, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহনুর হোসেন, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজহারুল ইসলাম ও ঢাকা আহসানিয়া মিশনের সিনিয়র সাইকোলজিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য রাখি গাঙ্গুলী।
সভাপতির বক্তব্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুর রহিম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হতাশা, বিষণ্নতা খুব বেশি লক্ষ করা যায়। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে একসময় বেছে নেন আত্মহত্যার পথ কিংবা মাদকের কালো জগত। এ সমস্যা দূরীকরণে আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি জোর দিতে হবে। হলের সব শিক্ষার্থী যাতে মানসিকভাবে সুস্থ থাকে, সচেতনতা বাড়াতে আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের স্বার্থে আমাদের এসব আয়োজন অব্যাহত থাকবে।