ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় ঝড়ে ফিশিং ট্রলার ডুবে জেলে নিহত

কুতুবদিয়া ,কক্সবাজার প্রতিনিধি :
কুতুবদিয়ার অদূরে সাগরে ঝড়ের কবলে ফিশিং ট্রলার ডুবে বিশ্বনাথ নামের এক জেলে মারা গেছে।

 

বুধবার (১৭ মে) ভোর রাতে বোটটি দূর্ঘটনার শিকার হয়। এ সময় বোটের আরো ১৩ জেলে জীবিত উদ্ধার হয়।

কক্সবাজার কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের রত্ন সেন দাশের মালিকানাধীন এফবি সাগর নামক ফিশিং ট্রলার মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে ১৪ মাঝি মাল্লা সহ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় অন‍্যান‍্য ফিশিং বোটের সহায়তায় ১৩ জেলেকে উদ্ধার করা গেলেও জেলে বিশ্বনাথ (৩৮) নিখোঁজ হন।

 

ট্রলারের মাঝি হিরা আহমদ জানান,ট্রলারে কেবিনে আটকে পড়ে নিহত জেলে বিশ্বনাথ চন্দ্র দাশকে পরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মঙ্গলবার বিকালে দ্বীপে এসে পৌছায়। সে নোয়াখালী হাতিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহত বিশ্বনাথের বড় মেয়ে রাত্রি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে বলে স্থানীয় বাসিন্দা রত্না দাশ জানিয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. মিজানুর রহমান জানান, বঙ্গোপসাগরে আলী আকবর ডেইল ইউনিয়নের রত্ন সেন দাশের মালিকানাধীন ট্রলার দূর্ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


error: Content is protected !!