
উখিয়া , কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র সহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ এপিবিএন। এসময় ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ১টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
২১ মে ২০২৩ রবিবার সন্ধ্যায় বালুখালী পান বাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৯ এর ব্লক-আই/২ এর সাব-মাঝি ইমাম হোসেন এর বসতঘরের সামনে রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে।
৮-এপিবিএন সহকারী পুলিশ সুপার মোঃ জালাল উদ্দীন ভূঁইয়া জানান, ক্যাম্প-৯ ব্লক-আই/২ এর বাসিন্দা আমির মুল্লুকের ছেলে রহমত করিম (১৮) নামে এফডিএমএন সদস্যকে সন্দেহ জনক আটক করণে তার কাছ থেকে কাছ থেকে দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান, ১টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।