ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পানছড়িতে বিজিবি-র অভিযানে অবৈধ কাঠ ও ভারতীয় পন্য আটক

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার পানছড়ির সিমান্ত এলাকায় লোগাং জোন ৩ বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযানে অবৈধ কাঠ ও ভারতীয় কসমেটিক, ঔষধ আটক করা হয়েছে।

 

 

৩ বিজিবি সুত্র জানায় , ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকালে   লোগাং বিজিবি ক্যাম্পের  টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেন   এর নেতৃত্বে চিকনচান কারবারীপাড়া হতে মালিক বিহীন অবস্থায় মাহিন্দ্র ট্রাক্টর সহ ৫৬ ঘনফুট সেগুন ,গর্জন কাঠ জব্দ করেন। এবং বাবুরা পাড়া এলাকা হতে মালিক বিহীন অবস্থায় ভারতীয় কসমেটিক , আয়ুর্বেদিক ক্যপসুল , বিভিন্ন প্রকারের সাবান জব্দ করা হয়।

 

 

একই দিন বিকালে ঘিলাতলী বিওপির টহল দল নায়েব সুবেদার মোঃ আলাউদ্দীন এর নেতৃত্বে সীমান্ত সংলগ্ন ঘিলাতলী হতে ৬৫০ কেজি ভারতীয় সুপারী ,সিস্টেম প্ল্যজ কিট নাশক আটক করেন।

 

 

আটককৃত কাঠ পানছড়ি বন   বিভাগে  জমা করা হয়েছে।  অন্যান্য কসমেটিক ও সুপারী মালামাল পরবর্তীতে সীতাকুন্ড কাস্টমস এ জমা করা হবে বলে জানান।

 

 

লোগাং জোন (৩ বিজিবি ) অধিনায়ক লে. কর্ণেল একেএম আরিফুল ইসলাম পিএসসি জানান ,দেশ মাতৃকার সেবায় বিজিবি অনড়। সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান সহ যাবতীয় অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করা সহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।


error: Content is protected !!