
পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি :
” সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনের স্থানীয় সরকার” শ্লোগানে জেলার পানছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ এলাকা থেকে এক বের হয়ে প্রধান সড়ক সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও নির্বাহি কর্মকর্তা রুবাইয়া আফরোজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে বক্তারা বলেন , বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের এক রোল মডেল। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষান্নোতি সহ শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামো নির্মাণ, বেকার সমস্যা দূরীকরণ, দারিদ্র বিমোচন, ভূমিহীন ও আশ্রয়হীন দের পূণর্বাসন সহ সর্ব ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন পেয়েছে
এবারের উন্নয়ন মেলাটি ভিন্ন রকমের। প্রথম বারের মতো স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে তিন দিনব্যাপি (১৭—১৯ সেপ্টেম্বর) এ মেলা চলবে। মেলার বিভিন্ন স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মের পাশাপাশি সরকারী বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা সহ মোবাইল ফোনের মাধ্যমে সেবা পাওয়ার বিষয়টি সাধারণ মানুষের নিকট তুলে ধরাই এ মেলার উদ্দেশ্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম মজুমদার, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আহির উদ্দিন, আনন্দ জয় চাকমা, জয় কুমার চাকমা, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা—কর্মচারী ও জনপ্রতিনিধিগণ অংশগ্রহন করেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |