ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রামেও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
নানা আয়োজনের মধ্যদিয়ে পার্বত্য খাগড়াছড়ি জেলা সদর সহ দুর্গম এলাকাতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

 

 

২৮ সেপ্টেম্বর সকালে শহরের মধুপুরস্থ সরকারি শিশু নিবাসে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর অনাথ শিশুদের সাথে আনন্দ উল্লাসের মাধ্যমে জন্মদিনের কেক কাটেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

 

তিনি বলেন, গতকাল ছিল আমার ছেলে পৃথ্বীরাজ চৌধুরীর জন্মদিন, ধর্মীয় আচার-অনুষ্ঠানে তা পালন করেছি। আর আজকে এ সরকারি শিশু নিবাসে আশ্রিত পাহাড়ের বিভিন্ন দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর অনাথ শিশু যাদের মধ্যে কারো বাবা নেই, কারো মা নেই কারো আবার বাবা-মা দুজনই নেই তাঁদের সাথে আনন্দঘন পরিবেশে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার জন্মদিন পালন করতে পেরে খুবই ভালো লাগছে, নিজেকে খুবই ধন্য মনে করছি।

 

 

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এ সরকারি শিশু নিবাসের সকলের জন্য উন্নত খাবারের আয়োজন করা হয়। এসময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, জেলা সমাজ সেবার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো: জসীম উদ্দিন, সহকারী পরিচালক রোকেয়া বেগম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. নাজমুল আহসানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 

দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

এছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে নানা আয়োজনের মধ্যদিয়ে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয়েছে বলে জানান গেছে।


error: Content is protected !!