ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রামগড়ে বিজিবির উপহার সামগ্রী বিতরণ

রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে শতাদিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন।

 

৩০ সেপ্টেম্বর ২০২৩ , শনিবার সকালে জোন সদরে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় জোন এডি রাজু আহাম্মদ সহ উধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

 

উপজেলায় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সহযোগিতায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিতরণতকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, ছোলা, তেল, চিনি, আলু, লবন ইত্যাদি।

 

অনুষ্ঠানে অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, ‘জোন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের জীবনমান উন্নয়নে গরীব দুঃখী মানুষের জন্য এটি বিজিবি সহায়তা মাত্র। আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। আগামীতেও এটা অব্যাহত থাকবে।’


error: Content is protected !!