ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় অস্ত্র ও গুলি সহ আটক ১

উখিয়া ,কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলি সহ মো. জোবায়েদ (৪০) কে আটক করেছে থানা পুলিশ। আটক জোবায়েদ রাঙ্গামাটি রাজস্থলীর বাঙ্গলখালী কাঁকড়াছড়ি ডাক বাংলা উজানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। সে বর্তমানে উখিয়ার মাছকারিয়া এলাকায় বসবাস করে।

 

মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া আদর্শগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বসতঘরে তল্লাশী চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), যার মধ্যে ১ টির কাঠের বাটসহ লম্বা ১১ ইঞ্চি এবং অপরটি ১১.২ ইঞ্চি এবং একটি শপিং ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

১৫ নভেম্বর ২০২৩ বুধবার দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


error: Content is protected !!