ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় মালদ্বীপের মাজিয়া

জাতীয় ফুটবল দলের ব্যস্ততা শেষে এখন আন্তর্জাতিক ক্লাবের সুচি৷ ২৭ নভেম্বর কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে মালদ্বীপ লিগের চ্যাম্পিয়ন দল মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন। এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে গতকাল মধ্যরাতে ঢাকায় পৌছায় মালদ্বীপের মাজিয়া। আজ বিকেলে আর্মি পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে সফরকারী দল অনুশীলন করবে।

বসুন্ধরা কিংস এই মৌসুমে এএফসি কাপের আসর শুরু করেছিল মাজিয়া ম্যাচ দিয়ে। মালদ্বীপের মালেতে অ্যাওয়ে ম্যাচে বসুন্ধরা কিংস হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে। এবার ফিরতি লেগে হোম ম্যাচে কিংসের প্রতিশোধ নেয়ার পালা।

এএফসি কাপে চার ম্যাচ শেষে সমান ৭ পয়েন্ট মোহনবাগান ও বসুন্ধরা কিংসের। কিংস মোহনবাগানকে হারানোয় হেড টু হেডে টেবিলের শীর্ষে রয়েছে। বসুন্ধরা কিংস ও মোহনবাগান উভয়ই পরের দুই ম্যাচ জিতলে হেড টু হেডে এগিয়ে থাকায় কিংস পরবর্তী রাউন্ডে খেলবে। পরবর্তী রাউন্ডে খেলতে হলে মাজিয়ার বিপক্ষে ম্যাচটি কিংসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


error: Content is protected !!