
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মূল আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানায়, জেলার সদর থানায় গত ২৭ নভেম্বর ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ধারা এ ৯ (১) একটি মামলা রুজু করে ধর্ষিত শিশুর মা। চাঞ্চল্যকর ৩ বছর বয়সী শিশু ধর্ষন মামলা রুজুর করার পর পরেই খাগড়াছড়ি জেলার সদর থানার বিশেষ টিমের চৌকস অফিসার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঐ দিনই অভিযুক্ত আসামী মোঃ রইস মিয়া (৫৩)কে ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর সোমবার সকালে আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টা সময়ের মধ্যে ভিকটিম শিশু (০৩)-কে শালবন রসুলপুরস্থ আসামীর ভাড়া বাসার শয়ন কক্ষে শিশুটিকে ধর্ষণ করে।
পুলিশ সূত্রে জানায়, গ্রেফতারকৃত আসামীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিবে বলে স্বীকার করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান জানান,ইতিমধ্যে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে, সু-চিকিৎসার জন্য বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।