
জলি হোসাইন, নড়িয়া ( শরীয়তপুর) প্রতিনিধি: পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন নড়িয়ার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগামী এক বছরের মধ্যে নতুন একটি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হওয়া মুলফৎগঞ্জ হাসপাতালের পুন:নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়াও আগামী এক বছরের মধ্যে নড়িয়ার উন্নয়নের জন্য যা যা দরকার তা সম্পন্ন করা হবে।
আজ শুক্রবার সকাল ১০ টায় নড়িয়ার মুলফৎগঞ্জ বাজার সংলগ্ন নদীর পাড়ে ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের পক্ষ থেকে নদীভাঙ্গন কবলিত দুর্গতদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে গত বর্ষায় নড়িয়ার মানুষ নদীভাঙ্গনের হাত থেকে রক্ষা পেয়েছে। আর যে ২২০ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তা আগামী দুই মাসের মধ্যে ভরাট করে তাদের পুনর্বাসন করা হবে। এছাড়াও সরকার আগামী বর্ষাকে সামনে রেখে নড়িয়াসহ সারাা বাংলাদেশের নদীভাঙ্গন প্রবন এলাকার মানুষদের নদীভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য আগাম প্রস্তুতিমুলক ব্যবস্থা গ্রহণ করবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর মহা পরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল্লাহ হারুন পাশা, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের আহবায়ক কমিটির আহবায়ক নুরে হেলাল, সদস্য সচিব ডা. ফারুক শেখ, সদস্য ডা. তৌহিদ মুন্সী, মোহসীন বেপারী, আতাউর রহমান, পানি উন্নয়নবোর্ড ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী একেএম ওয়াহিদ উদ্দিন চৌধুরী, পদ্মার ডানতীর রক্ষাবাধ প্রকল্প পরিচালক আব্দুল হেকিম, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহিরুল ইসলাম শিকদার, জেলা পরিষদের সদস্য মো: আলমগীর হোসেন প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে নড়িয়ার ভাঙ্গন কবলিত দুস্থ সহ¯্রাধিক রোগীকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প উদ্বোধনের আগে মন্ত্রী চরাত্রা, নওয়াপাড়া, সুরেশ্বর ও মুলফৎগঞ্জ এলকা এবং পদ্মার ডানতীর রক্ষাবাঁধ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।